কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক নানা কর্মসূচি পালন করছেন থানা পুলিশ।
মঙ্গলবার বিকাল ৪ টায় কাশিয়ানী থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক এসব কর্মসূচী পালন করা হয়।
কাশিয়ানী বাজার, বাসস্ট্যান্ড, ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড, বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে, দোকানদার,ক্রেতা-বিক্রেতা, চালক, যাত্রী ও স্থানীয়দের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধের উপায় উল্লেখিত লিফলেট ও ম্যাক্স বিতরণ করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন ভূঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ, ওসি তদন্ত মোঃ ফিরোজ আলম, এস আই আমিনুর, এস আই ফিরোজসহ অন্যান্য পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা।