,

করোনায় যুক্তরাষ্ট্রে ১২ হাজারের বেশি মিঙ্কের মৃত্যু

বিডিনিউজ ১০ ডটকম, আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের উতাহ ও উইসকনসিন রাজ্যে করোনার সংক্রমণে ১২ হাজারের বেশি মিঙ্কের মৃত্যু হয়েছে।

এমন তথ্য দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সিবিএস। গত আগস্ট থেকেই উতাহ রাজ্যের বেশ কিছু খামারে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এতে এখন পর্যন্ত ১০ হাজারের মতো মিঙ্ক মারা গেছে। এদিকে উইসকনসিনে গত কয়েক সপ্তাহে দুই হাজারের বেশি মিঙ্কের মৃত্যু হয়েছে করোনায়।

এছাড়া সম্প্রতি মিশিগানেও মিঙ্ক খামারে দেখা দিয়েছে করোনার সংক্রমণ। আর শুক্রবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, গত জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু মিঙ্ক খামারের শ্রমিকও আক্রান্ত হচ্ছে করোনায়। ভাইরাসটির সংক্রমণ রোধে এরই মধ্যে যুক্তরাস্ট্রের বেশ কিছু খামার কোয়ারেন্টিনে রাখা  হয়েছে।

এই বিভাগের আরও খবর