,

কন্যা সন্তানের মা হলেন নেহা ধুপিয়া

কন্যা সন্তানের মা হলেন নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: কন্যা সন্তানের মা হলেন নেহা ধুপিয়া। রোববার সকালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন নেহা। এটাই নেহা ধুপিয়া ও অঙ্গদ দেবী দম্পতির প্রথম সন্তান।

নেহার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসিত ভক্তরা। সকলেই নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

টুইটারে শুভেচ্ছা জানান অনেকেই। শক্তি রাজপুত নামে একজন লিখেন- কন্যা সন্তানের জননী নেহা ধুপিয়াকে অভিনন্দন।

দীর্ঘ প্রেমের পর গত মে মাসে বিয়ের পিড়িতে বসেন নেহা ও অঙ্গদ। তখন থেকেই গুঞ্জন ছিল নেহা সন্তানসম্ভবা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে পিঁড়িতে বসেন তারা।

যদিও প্রথম থেকে বিষয়টি নিয়ে চুপ থাকেন নেহা। পুরো বিষয়টিই অস্বাকীর করেন অঙ্গদ বেদী ও তার পরিবারও। এমনকি নেহার বাবাও মিথ্যে গুজব বলে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।

পরে অবশ্য নেহা বেবি শাওয়ার করেন। তখন অঙ্গদ সোশ্যাল সাইটের মাধ্যে নেহার মা হওয়ার খবর স্বীকার করে নেন।

এই বিভাগের আরও খবর