,

কঠোর নিরাপত্তায় কাশিয়ানীতে শান্তিপূর্ণভাবে ‘দুর্গোৎসব’ সম্পন্ন

ছবি-সংগৃহিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
রোববার সকাল থেকে দেবী দুর্গার বিদায় উপলক্ষে ঢাল-ঢোল আর উলুধ্বনিতে মুখর ছিল প্রতিটি পূজামন্ডপ। পুণ্যার্থীদের নানা আচার শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজা শেষ হলো। শাস্ত্রমতে, দুর্গা এবার মর্ত্যে এসেছেন দোলায় চেপে, ফিরেছেন ঘোড়ায় চড়ে।
এ বছর উপজেলার ১৪টি ইউনিয়নে ২১০ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মধুমতি ও বারাশিয়া নদী এবং বিভিন্ন খালে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ঠাকুর সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ বছর উপজেলার ২১০টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। এ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য রয়েছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরার পাশাপাশি সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসন অত্যন্ত আন্তরিক ও নিরলসভাবে কাজ করেছে।’
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, ‘কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব শেষ হয়েছে। দুর্গোৎসবকে ঘিরে পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছিল। আনসার ভিডিপির সদস্যের পাশাপাশি তৎপর ছিল পুলিশ সেনাবাহিনীর সদস্যরা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রাসেদুজ্জামান বলেন, ‘কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ বছরের দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।’
-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর