,

কক্সবাজারে লুট করা সাড়ে ৫৬ লাখ টাকাসহ তিনজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বিকাশ ডিস্ট্রিবিউটরের কাছ থেকে লুট করা ৬০ লাখ টাকার মধ্যে সাড়ে ৫৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

পুলিশ জানায়, গত বুধবার ব্যাংক থেকে ৬০ লাখ টাকা তুলে আনার বদলে সেই টাকা নিয়ে পালিয়ে যায় কক্সবাজার সদর, রামু ও মহেশখালীর বিকাশের ডিস্ট্রিবিউটর এনএফ এন্টারপ্রাইজের নিজস্ব অটোরিকশা চালক মোহাম্মদ ইসমাইল।

এ ঘটনায় থানায় অভিযোগ করলে ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ।  পরে তার দেয়া তথ্যে কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকা থেকে সাড়ে ৫৬ লাখ টাকাসহ জসীম উদ্দিন ও তার স্ত্রী সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও খবর