কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জের কাশিয়ানীতে কুমার নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দিতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। হোগলাকান্দি ও চকবোনদোলা গ্রামবাসী এ উৎসবের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
শাহজাহান মিয়ার সভাপতি উপস্থিত ছিলেন মহেশপুর ইউনিয়ন পরিষদের লুৎফর রহমান লুথু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের জনকল্যাণ সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক, দৈনিক মাতৃভূমির সম্পাদক মশি শ্রাবণ, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান প্রমুখ।
আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে হাজার প্রাণের আনন্দ উচ্ছ্বলতায় মেতে উঠেছিল ওই সব এলাকার মানুষ।
বাদ্যযন্ত্রের তালে তালে মাঝি-মাল্লাদের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর ছন্দে মাতিয়ে তোলেন কুমার নদের দুপাড়।
নৌকাবাইচ দেখতে বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকে নদীর তীরে ভিড় জমায় হাজার হাজার শিশু-কিশোর ও নারী-পুরুষ। উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেছে দুর-দূরান্ত থেকে আগতরা।
নৌকাবাইচকে ঘিরে হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমে উঠে গ্রামীণ লোকজ মেলা। মেলায় শতাধিক দোকান পসরা সাজিয়ে বসে। কিছু দোকানে বাঁশ-বেত, মৃৎ শিল্প, তৈজসপত্র, খেলনা ও খাদ্যসামগ্রীর দোকান নিয়ে বসে।
নৌকাবাইচ দেখতে আসা রেজাউল করীম বলেন, ‘নৌকাবাইচ আমাদের প্রাণের উৎসব। আমি ছেলে-মেয়েদের নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি। খুব ভালো লাগলো। প্রতি বছর যেন এ নৌকাবাইচের আয়োজন করা হয়।’
এ নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রায় ১০ পানসি নৌকা অংশ নেয়। এরমধ্যে যৌথভাবে প্রথম হয়েছে কাশিয়ানীর গেড়াখোলার বরকত ও আড়পাড়া গ্রামের উকিল মিনা।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
অনুষ্ঠানের প্রধানন অতিথি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের সংস্কৃতিকে আবার পুনর্জীবিত করেছে। এখন দেশের প্রতিটি জেলার গ্রামগঞ্জে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আগামীতেও এমন খেলা বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’
লিয়াকত হোসেন লিংকন