জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে বোরো ধানক্ষেতে নেক-ব্লাস্ট ছত্রাক রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। কৃষি বিভাগের পরামর্শে কীটনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। ব্লাস্ট রোগ আক্রান্ত শত শত বিঘা জমির ধান ক্ষেতে পড়ে আছে। উৎপাদন খরচ না ওঠায় কৃষকরা ধান কাটছেন না।
কৃষকরা জানান, ২০ শতক জমির ধান কেটে এক মণ ধানও পাওয়া যায় না। ফলে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে চলতি বোরো মৌসুমে কৃষকের বাম্পার ফলনের আশা দুরাশায় পরিণত হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ২২ হাজার ২৯৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উফশী ১৪ হাজার ১৫০ হেক্টর, বিভিন্ন জাতের হাইব্রিড ৮ হাজার ১০ হেক্টর এবং স্থানীয় জাত ১৩৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।