,

এবারও ক্ষুদে পরীক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণে ১৮০ টাকা নির্ধারণ

বিডিনিউজ ১০, শিক্ষা ডেস্কআগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ পরীক্ষা। প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এ দিকে, গতবারের মতো এবারও খাতা পুনর্নিরীক্ষণের জন্য ১৮০ টাকা নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এছাড়া, কোনো শিক্ষার্থী পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ করতে ইচ্ছুক হলে টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে এ অর্থ পরিশোধ করে আবেদন করতে হবে বরে জানিয়েছে অধিদপ্তরের কর্মকর্তারা।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ক্ষুদে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে প্রথমে ১৫০ টাকা নির্ধারণ করা হলেও গত বছর এটি ১৮০ টাকা নির্ধারণ করা হয়। সম্প্রতি এ পরীক্ষা সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি সভায় এ বাবদ ২০০ টাকা করার প্রস্তাব করা হলে মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন সে প্রস্তাব বাতিল করে দেন এবং ১৮০ টাকাই রাখেন।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির সাংবাদিকদের জানান, আগে পঞ্চম শ্রেণির ফলের বিভিন্ন অভিযোগগুলো বিচ্ছিন্নভাবে আমাদের কাছে আসত। কিছু অভিযোগ পাওয়া যেত আবার কিছু মিসিং হয়েও যেত। অনেক অভিভাবক আবেদন জমা দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় অধিদপ্তরে চলে আসতেন। এ কারণে খাতা পুনর্নিরীক্ষণ আবেদন মোবাইল এসএমএসের মধ্যেমে চালু করা হয়েছে।

তিনি আরও জানান, আবেদন বাবদ ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের পরে আবেদন করতে হবে। আবেদনকারীদের খাতার প্রাপ্ত নম্বর পুনরায় গণনা করে ফল প্রকাশ করা হবে।

এই বিভাগের আরও খবর