,

এইচএসসিতে ফেল করেও চিকিৎসক!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হন পল্লী চিকিৎসক সুকুমার বৈদ্য। চিকিৎসক না হয়েও দীর্ঘদিন রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন তিনি।

এ অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেল।

এতে সহযোগিতা করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ ও মানিকগঞ্জ ব্যাটালিয়ান আনসার সদস্যরা।

ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেল জানান, চিকিৎসক না হয়েও দীর্ঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন পল্লী চিকিৎসক সুকুমার বৈদ্য। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মেসার্স বৈদ্য মেডিকেল হলে অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

অভিযানে তিনি তার দোষ স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে তিনি মুচলেকা দিয়েছেন।

তিনি আরও জানান, সুকুমার বৈদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। চিকিৎসাসেবায় প্রতারণা রোধে ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর