,

ঈশ্বরদীতে ট্রাক চাপায় প্রাণ গেল বৃদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি; পাবনার ঈশ্বরদীতে মাছ বোঝাই একটি ট্রাকের চাপায় হামিদা বেগম (৭৩) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দাশুড়িয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত হামিদা উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর মৃধাপাড়া গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামিদা বেগম সন্ধ্যায় দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার থেকে পায়ে হেঁটে পাবনার দিকে যাচ্ছিলেন। সে কালিকাপুর উচ্চ বিদ্যালয় সড়কের উত্তর পাশে পৌঁছালে পেছন থেকে মাছ বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। মুহূর্তে থেঁতলে যায় তার দেহ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পাকশী হাইওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর