,

ইয়েমেনের মিলিটারি প্যারেডে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আল-দালা প্রদেশের একটি মিলিটারি প্যারেডে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, রবিবার (২৯ ডিসেম্বর) প্রদেশটির প্যারা-মিলিটারি বাহিনী সিকিউরিটি বেল্ট ফোর্সে নিয়োগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষের দিকে মিসাইল হামলাটি চালানো হয়। যদিও মর্মান্তিক এ হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি। তবে এর জন্য স্থানীয় হুথি বিদ্রোহীদের দায়ী করছে প্রশাসন।

বিশ্লেষকদের মতে, সিকিউরিটি বেল্ট ফোর্স হলো সংযুক্ত আরব আমিরাত সমর্থিত একটি সশস্ত্র বাহিনী। এরা হুথিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের পক্ষে লড়াই করছে।

এর আগে গত আগস্ট মাসে সিকিউরিটি বেল্ট ফোর্সের গ্র্যাজুয়েশন প্যারেডে হামলা চালিয়েছিল হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়।

এই বিভাগের আরও খবর