,

ইসরাইলি সেনাদের গুলিতে কিশোরসহ ৩ ফিলিস্তিনি নিহত

বিডিনিউজ ১০ আন্তর্জাতিক ডেস্কমৃত্যুর মিছিল থামছেই না গাজা সীমান্তে। প্রতিনিয়ত হত্যার ঘটনা ঘটছে সেখানে। এবার ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন কিশোর রয়েছেন। গত শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে মোহাম্মদ আল জাহজুহ নামে ১৬ বছর বয়সী ওই কিশোর নিহত হয়েছেন। এছাড়া ২৮ বছর বয়সী আবদুল আজিজ আবু শ্রীয়া নামের আরেকজন পেটে গুলি লেগে নিহত হয়েছেন। আর ৪০ বছর বয়সী মাহের ইয়াসিন ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে মারা গেছেন।

তবে এ ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সীমান্তে বিক্ষোভ থামাতে ইসরায়েলের আগ্নেয়াস্ত্রের ব্যবহার বিশ্বে সমালোচিত হলেও নেতানিয়াহু সরকারের ওপর তেমন কোনো চাপ প্রয়োগ দেখা যাচ্ছে না। গাজা সীমান্তের সংকট সমাধানে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে কুয়েত একটি খসড়া প্রস্তাব পেশ করে। ওই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ‘ভেটো’ দিয়েছে।

এই বিভাগের আরও খবর