,

ইবিতে শীতকালীন ছুটি ঘোষণা

ইবি প্রতিনিধি: আগামী সোমবার (২৩ ডিসেম্বর) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে। বড় দিন ও শীতকালীন অবকাশসহ বিশ্ববিদ্যালয় ১৪ দিন বন্ধ ঘোষণা করেছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক রাজিবুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যলয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। অফিসসমূহ আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার বলেন, ‘এবারের শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর