,

ইন্দোনেশিয়ায় ঈদে বাড়ি যাওয়ায় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রতি বছর দুই ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ রাজধানী জাকার্তাসহ বড় শহরগুলো ছেড়ে গ্রামের বাড়িতে যান। তবে করোনাভাইরাস মহামারির কারণে এ বছর ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। আসন্ন ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য মানুষের জমায়েতের কারণে ভাইরাস আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে- এ আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্য গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সরকার ঈদে মানুষের বাড়ি ফেরা কিভাবে আটকাবে সে বিষয়ে পরিষ্কার পরিকল্পনা জানায়নি। তবে করোনাভাইরাসের কারণে চাকরি হারিয়ে এরই মধ্যে বহু মানুষ রাজধানী জাকার্তা ছেড়ে গ্রামে চলে গেছেন।

এর আগেও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এ ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তাতে খুব একটা কাজ হয়নি। গত বৃহস্পতিবার এ বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে তাকে জানানো হয়, প্রতি বছর প্রায় ৬ কোটি মানুষ রাজধানীসহ বিভিন্ন বড় শহর থেকে গ্রামে যান স্বজনদের সঙ্গে ঈদ করতে। এরপরই মূলত ঈদে বাড়ি যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন প্রেসিডেন্ট।

জনসংখ্যা বিবেচনায় ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশটিতে ২৬ কোটি ৫০ লাখ মানুষের সংখ্যাগরিষ্ঠই মুসলিম ধর্মাবলম্বী।

ইন্দোনেশিয়ায় প্রায় ৭ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ছয়শ’ জনের। এসব আক্রান্ত ও মৃতের বেশিরভাগ ঘটনাই ঘটেছে রাজধানী জাকার্তায়।

এই বিভাগের আরও খবর