,

ইট ভাটার রোলারে গেল শ্রমিকের প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি: জেলার হাটহাজারীতে ইটভাটার মেশিনের রোলারে পেঁচিয়ে মো. মুরাদ (২০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।

এর আগে সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চিশতিয়া অটো ব্রিকসে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ ময়মনসিংহ জেলার মো. তারা মিয়ার ছেলে।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অদক্ষ শ্রমিক দিয়ে মেশিন পরিচালনার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ওই ইটভাটার শ্রমিক মো. ইমরান জানান, সকাল ৯টার দিকে মুরাদ কাজ করার সময় মেশিনের রোলারে পেঁচিয়ে আটকে যায়। এ সময় তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে পড়ে। মেশিন বন্ধ করে তাকে উদ্ধার করতে করতেই তার চোখের সামনে সে ক্ষত-বিক্ষত হয়ে যায়।

এই বিভাগের আরও খবর