,

ইজিবাইক-নছিমন সংঘর্ষে ৮ এসএসসি পরীক্ষার্থী আহত

গোপালগঞ্জ প্রতিনিধি: পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আটজন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলার রামদিয়া ক্লিনিক ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা দেড় টার দিকে উপজেলার রামদিয়া-সাতপাড় সড়কের সীতারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা উপজেলার ঘোনাপাড়া আর আর উচ্চ বিদ্যালয় ও দেবাসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আহতরা হলেন সুরমা খানম, নাদিরা খানম, সাগরিকা খানম, আল্লাদী খানম, রনি শেখ, তানজিলা খানম, তিথি খানম ও সাজ্জাদ মোল্যা।

এরমধ্যে গুরুতর আহত সাগরিকাসহ দুইজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

আহত শিক্ষার্থীরা জানান, রামদিয়া সরকারি এসকে কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়ে আট শিক্ষার্থী ইজিবাইকে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। সীতারামপুর-বেথুড়ীর মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি নছিমনের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইক উল্টে আট শিক্ষার্থী আহত হয়। আহদের শরীরের বিভিন্ন স্থানে কেটে-ছিঁড়ে গুরুতর জখম হয়েছে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচীব মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত পরীক্ষার্থীরা রামদিয়া সরকারি এস কে কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে ইজিবাইকে করে বাড়িতে ফিরতেছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের বিশেষ ব্যবস্থা পরীক্ষা নেয়া হবে জানিয়েছেন তিনি।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর