বিডিনিউজ ১০ ডটকম ডেস্ক: ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে (ইউডা) এমবিএ শিক্ষার্থীদের নিয়ে ‘বিজনেস স্ট্রাটেজি ডেভেলপমেন্ট প্ল্যান’ বিষয়ক আন্ত:বিভাগীয় কেস স্টাডি সেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) ইউডা অডিটোরিয়ামে এ সেমিনারে আয়োজন করে ইউডার ব্যবসায় প্রশাসন অনুষদ ।
অনুষ্ঠানে কিনোট স্পিকার ও টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-হিল-মুনতাকিম এবং বিশেষ অতিথি ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল কবির সন্ধি ।
এ সময় শামীমা নাসরিন রুপা ও সোহেল রানার উপস্থাপনায় এবং এইচআরএম মেজর ব্যাচের ফাতিমা ইসলাম প্রিয়াঙ্কা, ফয়সাল ইসলাম, জহিরুল ইসলাম, ইভান রিয়াজ ও আরিফা জামানের নেতৃত্বে শিক্ষার্থীরা কয়েকটি উপদলে ভাগ হয়ে বিভিন্ন কোম্পানির স্ট্রাটেজিক প্ল্যানিং ডেভেলপমেন্ট ও সমস্যা সমাধানে তাদের মতামত তুলে ধরে।
সেমিনারটির আয়োজনে ছিল এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম অফিস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট বিভাগ, ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন, ইউডা।