,

ইউএনও সেজে প্রতারণায় তিন বছরের জেল

জেলা প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের ঘটনায় এক যুবককে তিন বছরের কারদণ্ড দিয়েছে আদালত।

বিভাগীয় সাইবার ট্রাইবুনালের বিচারক জিয়াউল হক রোববার সকালে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত যুবক রাকিবুল ইসলাম লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মহিষামুড়ি এলাকার বাসিন্দা।

রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমতারা বেগম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২০২২ সালের জুলাইয়ে দুর্গাপুর উপজেলার দেবীপুর এলাকার সামছুল ইসলামকে ফোন করে নিজেকে ইউএনও পরিচয় দেন রাকিবুল। এরপর তিনি বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্পের কাজ দেয়ার জন্য ইউএনও সেজে ২৮ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেন। এর পরের দিন রাকিবুল আরও একজনকে প্রকল্প দিতে চান ও তার কাছেও কিছু টাকা চান।

‘সামছুল ইসলামের সন্দেহ হলে তিনি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ইউএনওর সঙ্গে দেখা করে ঘটনা খুলে বলেন। সেখান থেকে রাকিবুলকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন ও বন্ধ করে দেন। ইউএনও জানান, রাকিবুল তার ফোন নম্বর ক্লোনিং অথবা ভিওআইপি নম্বরিং করে প্রতারণা করছে। এ ঘটনায় সামছুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর থানায় একটি মামলা করেন।’

এই বিভাগের আরও খবর