নিহত ব্যক্তির ভাতিজা আল আমিন মুসুল্লী জানান, তাঁর চাচা আজিম উদ্দিন সকালে ফজরের নামাজ পড়ে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মাঠে যান। এ সময় ধানখেতের আল দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান বলেন, ওই ধানখেতে আধা কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুতের লাইন ছড়িয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতা ছিল। ওই ফাঁদে আটকেই কৃষক আজিম উদ্দিন মুসুল্লী মারা গেছেন। কারা এ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।