বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে উপজেলায় ভ্যানচালক আব্দুল মান্নানের (৫৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে কেল্লা গ্রামের একটি আলুর জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান ওই উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা পশ্চিমপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।
জানা যায়, আব্দুল মান্নান ভ্যান বাড়িতে রেখে গত রবিবার বেলা ১১টার দিকে অন্য কাজের জন্য বের হন। ওইদিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। স্থানীয় লোকজন কেল্লা এলাকার একটি আলুর জমির ভেতরে তার লাশ দেখতে পায়। পরে শেরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের এসআই আতোয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শেরপুর থানার এসআই আতোয়ার রহমান জানান, ধারণা করা হচ্ছে মান্নানকে শ্বাসরোধ করে হত্যা করে একটি চোখ উপড়ে ফেলে দিয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।