জেলা প্রতিনিধি, বরিশাল: শেখ হাসিনার পতনের পর বরিশালে লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের কর্মী জামাল খানের বাসা থেকে ৬ লাখ ৯২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের চাপের মুখে শুক্রবার রাতে কাউনিয়া থানায় টাকা ও মোবাইল ফোনটি হস্তান্তর করেন জামাল খানের বাবা কাইউম খান।
জামাল খান পেশায় ফল ব্যবসায়ী। তাঁর বাসা নগরের ৭ নম্বর ওয়ার্ডের পলাশপুরে। কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অর্থের অংশ ওই ৭ লাখ টাকা। ৫ আগস্ট বিকেলে সাদিকের বাসায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা পুতুল ও রাজীব সর্দার জানান, আওয়ামী লীগের রাজনীতি করায় সাদিকের বাসায় নিয়মিত যাতায়াত করতেন জামাল। ৫ আগস্ট বিকেলে বড় একটি স্কুলব্যাগ নিয়ে তিনি বাড়িতে ফেরেন। পর দিন থেকে তাঁর আচরণে পরিবর্তন দেখা যায়। হাতখুলে খরচ করতে থাকেন। একটি বাড়ি কেনার জন্যও খোঁজখবর করতে থাকেন। এর পর এলাকাবাসী জামালের ওপর নজরদারি শুরু করেন এবং বিপদ আঁচ করে তিনি আত্মগোপনে চলে যান।
এলাকাবাসীর দাবি, উদ্ধার হওয়া টাকা বাসায় রেখে বড় অঙ্কের অর্থসহ আত্মগোপন করেছেন জামাল। খবর পেয়ে ছাত্রদের সহায়তায় শুক্রবার রাতে জামালের বাসায় অভিযান চালিয়ে ৬ লাখ ৯২ হাজার টাকা ও দামি একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।