আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় খোলা ময়দানে প্রকাশ্যে জামায়াতে ইসলামী কর্মী সমাবেশ করেছেন। এতে অসংখ্য কর্মীর জমায়েত দেখা গেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বুড়াইচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন।
উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী এম এম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সাংগঠনিক সেক্রেটারী এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান, উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল হাসান, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান, উপজেলা উলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা শামসুল আলম ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান প্রমুখ।