,

আলফাডাঙ্গায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় আব্দুল্লাহ আল মিলন (২৬) নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা করেছে এক তরুণী।

বৃহস্পতিবার (০৬ মার্চ) রাতে ওই তরুণী বাদী হয়ে মিলনসহ আরও দুইজনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামি মিলন উপজেলা ছাত্রদলের আহ্বায়কও পৌরসভার কলেজ রোডের মিঠাপুর গ্রামের বাসিন্দা আরফিন মোল্যার ছেলে। ভূক্তভোগী তরুণীও পৌরসভার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণী একটি যুবককে ভালবেসে বিবাহের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কিন্তু এই বিষয়টি নিয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মিলন ওই তরুণীকে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে বিবাহের বাঁধা সৃষ্টি করে ও তার প্রেমিকের সঙ্গে বিরোধ সৃষ্টি করে। পরে এক সালিশ মিমাংসার মাধ্যমে ওই তরুণী তার প্রেমিককে বিয়ে করবেন না মর্মে তরুণীর প্রেমিকের নিকট থেকে অভিযুক্ত মিলন ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরের দিকে ওই তরুণী ছাত্রদল নেতা মিলনের বাড়িতে সেই টাকা আনতে যায়। এসময় মিলন ওই তরুণীকে তার বসতঘরের ভিতর নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা করে। পরে ওই তরুণীর আর্তচিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে রক্ষা করেন।

এ বিষয় অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিলনের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’

এ ঘটনায় ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা সালিশের ঘটনাকে কেন্দ্র এ ঘটনা ঘটেছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে প্রয়োজনে একটি কমিটি করে মিলনের বিষয়ে তদন্ত করা হবে। মিলন যদি দোষী হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আলফাডাঙ্গা থানার ওসি হারুন-অর রশীদ মামলার সত্যতা নিশ্চিত করেবলেন, ‘ধর্ষনের চেষ্টা অভিযোগে বৃহস্পতিবার রাতে এক তরুণী থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।’

এই বিভাগের আরও খবর