,

আলফাডাঙ্গায় ‘ঈদ উপহার’ পেলেন দরিদ্ররা

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ঈদ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গার তরুণ শিল্পপতি ও সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজলের পক্ষ থেকে ৬ শতাধিক নারীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া সরকারি প্রাইমারি বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

শিল্পপতি ও সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় বুড়াইচ ইউনিয়ন আওযামী লীগের সভাপতি আকবার মিয়া, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, নারী সদস্য বিউটি, পাচুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলজার রহমান ও মহিলা সংরক্ষিত সদস্য আছিয়া খাতুন মৌসুমীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কাজী শহিদুল ইসলাম সজল বলেন, ‘আমরা এলাকাবাসীর সুখ-দুঃখে সব সময় মানুষের পাশে আছি। আগামীতে আপনাদের পাশে থেকে যেন সারাজীবন সেবা করতে পারি, সে জন্য দোয়া করবেন।’

-মো.ইকবাল হোসেন

এই বিভাগের আরও খবর