বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পলাশ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে নারী ও পুরুষসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সান্তাহার স্টেশন রোডের ওই হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কুলুপুর গ্রামের কুব্বাত আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৩৭), কুমিল্লার দাউদকান্দির নতুন চাষি গ্রামের খোকন আলীর মেয়ে মোছা. রোকসানা (২৮), ঢাকা সদরের আবু তাহেরের মেয়ে বৃষ্টি খাতুন (২০) ও বগুড়া সদরের বাদুরতলা আদর্শ স্কুল এলাকার ইসরাইলের মেয়ে ইয়াসমিন (২২)।
গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, অর্থের বিনিময়ে তারা অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।