সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাগানবাড়ি এলাকার দশম শ্রেণির স্কুলছাত্রী আশফিয়া খাতুন চাঁদনী (১৬) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে শহরের বাগানবাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে সকালে নিজ বাড়িতে ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে চাঁদনী।
আটক মেহেদী হাসান শহরের বাগানবাড়ি এলাকার শফিকুল ইসলামের ছেলে। আশফিয়া খাতুন চাঁদনী একই এলাকার আব্দুল গফফারের মেয়ে। তারা একে-অপরের প্রতিবেশী।
চাঁদনীর মা জোহরা খাতুন বলেন, আমার মেয়েকে মেহেদী প্রায়ই উত্ত্যক্ত করত। এলাকায় মেয়েটি চলাফেরা করতে পারত না। বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এসব কারণে আত্মহত্যা করেছে চাঁদনী।
তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে আটক মেহেদীর বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। জামা-কাপড় কেনাকাটা নিয়ে রোববার রাতে মেয়েটি তার মায়ের সঙ্গে ঝগড়া করে। সেই জের ধরে আত্মহত্যা করেছে মেয়েটি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের পরিবারের ধারণা- মেহেদীর কারণে মেয়েটি আত্মহত্যা করতে পারে। আমরা মেহেদীকে আটক করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।