,

আজও চলছে কোরবানি

বিডিনিউজ ১০ রিপোর্টঅতিরিক্ত কসাই খরচ আর লোকবলের অভাবে ঈদুল আজহার দিন পশু কোরবানি না করে অনেকেই আজ করছেন। কেউ কেউ আবার ইচ্ছে করেই আজ কোরবানি করছেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডি, কলাবাগান, শুক্রাবাদ, পান্থপথ এলাকা ঘুরে কয়েকজনকে পশু কোরবানি করতে দেখা গেছে।

রাজধানীর কলাবাগানের বাসিন্দা আবদুল কাইয়ুম। কোরবানির জন্য গরু কিনেছিলেন ৬০ হাজার টাকা দিয়ে। কিন্তু গতকাল, অর্থাৎ ঈদের দিন তিনি গরু কোরবানি করেননি। কারণ, গরুটি জবাইসহ কাটাকাটি করে দিতে ফজলু নামের এক কসাই ১০ হাজার টাকা চেয়েছিল।

আবদুল কাইয়ুম এনটিভি অনলাইনকে বলেন, ‘৬০ হাজার টাকা দিয়ে গরু কিনে জবাইয়ের জন্য যদি ১০ হাজার টাকা খরচ করতে হয়, এত টাকা দিয়ে আমি গরু জবাই করতে চাইনি। তাই আজ সকালে করছি। আজ গরু জবাইসহ কাটাবাছা করতে আড়াই হাজার টাকা দিতে হচ্ছে। অনেক টাকা সেভ হলো। আর ঈদের দিন আমার মতো যাদের নিজস্ব লোক নেই, তাদের খুব বিপদ।’

রাজধানীর পান্থপথের ঢাকা টাওয়ারের পাশে রশিদ আহেম্মেদ নামের একজন গরু কোরবানি করছেন আজ। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘ঈদের পরের দিন কোরবানি করব বলে আগেই চিন্তা করে রেখেছিলাম। কখনো ঈদের পরের দিন কোরবানি করিনি, কিন্তু শুনেছি ঈদের পরের দিনও কোরবানি হয়। তাই ইচ্ছে ছিল পরের দিন করার। আজ করেছি। কাল ঈদের দিন অবশ্য একটু কেমন কেমন লাগছিল। তবে আজ ভালোই লাগছে।’

দীন মোহাম্মদ ছাগল কোরবানি করেছেন আজ। তিনি রাজধানীর শুক্রাবাদের বাসিন্দা। দীন মোহাম্মদ বলেন, ‘ঈদের দিন বিকেলে ছাগল কিনেছি। কোরবানি করিনি বলে ছেলে আবির হোসেন (৬) মন খারাপ করেছিল কাল সারা দিন। ওর বন্ধুরা কোরবানি করেছে। সেখানে গেছে, তার খারাপ লেগেছে। তাই কাল বিকেলে একটি ছাগল কিনেছি ১২ হাজার টাকা দিয়ে। আজ সকালে জবাই করলাম। এখন ছেলে খুব খুশি।’

এই বিভাগের আরও খবর