,

আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ায় ৯ জনের প্রাণহানি

বিডিনিউজ ১০, আন্তর্জাতিকদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতব্যাপী বর্ষণের ফলে সৃষ্ট এই বন্যায় দেশটির রাজধানীসহ এর পার্শ্ববর্তী শহরগুলোর কয়েক হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবি স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে জানায়, জাকার্তা ও এর আশপাশের শহরগুলোতে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত নয়জন মারা গেছেন। এর মধ্যে অধিকাংশই হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা দ্রুত কমতে থাকা) আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছেন। এমতাবস্থায় দেশটির রাজধানী জাকার্তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যার পানিতে বিমানের রানওয়ে ডুবে যাওয়ায় জাকার্তার অভ্যন্তরীণ হালিম বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

এ দিকে, এক সংবাদ সম্মেলনে জাকার্তার গভর্নর আনিস বাসওয়াদেন জানান, বুধবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত বন্যকবলিত প্রায় ১৯ হাজার মানুষকে জাকার্তার আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে জাকার্তায় বৃষ্টিপাত থেমে গেলেও এখন তারা পানি কমে আসার অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ইন্দোনেশিয়ায় সর্বশেষ ভয়াবহ বন্যা আঘাত হেনেছিল। সে সময়ে বন্যায় দেশটির অন্তত ৫০ জন নাগরিক প্রাণ হারিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর