,

অহংকার পতনের মূল

বিডিনিউজ ১০ ইসলামমানুষকে তুচ্ছ মনে করা, হেয় প্রতিপন্ন করা, মানুষের ওপর ধন-দৌলত ও বংশ-মর্যাদার দাম্ভিকতা এবং সত্যকে গ্রহণ না করে অন্যায়ভাবে বিতর্ক করা অহংকারেরই নানান রূপ। নিজেকে অন্যের চাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাবান এবং অন্যকে ছোট ও তুচ্ছ মনে করার নাম তাকাব্বুরি বা অহংকার।

অহংকার শয়তানের বৈশিষ্ট্য। সেই অভিশপ্ত ইবলিস শয়তান, যে সর্বপ্রথম আল্লাহ তায়ালা ও তাঁর সৃষ্টির সাথে অহংকার করেছিল। অহংকার এমন বিষয়, যা আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কারও জন্য শোভা পায় না।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সুমহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই গৌরব আমার পোশাক এবং অহংকার আমার চাদর। অতএব, যে তা নিয়ে আমার সাথে কাড়াকাড়ি করবে তাকে আমি শাস্তি দিয়ে ছুড়ে দেব।’ [মুসনাদে আহমাদ]

পবিত্র কুরআনে আল্লাহ ঘোষণা করেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।’ [সুরা লুকমান, ৩১ : ১৮]

অহংকারী ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করে দেন, তার প্রভাব-প্রতাপ নস্যাৎ করে দেন ও তার জীবনকে সংকুচিত করে দেন। যে ব্যক্তি অহংকার করতে চায় ও বড়ত্ব দেখাতে চায় আল্লাহ তাকে বেইজ্জতি করেন।

সাইয়িদুনা আলি (রা.) বলেন, ‘মানুষের কিসের এত অহংকার, যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়!’

হাদিসে বর্ণিত অহংকারের ভয়াবহ পরিণতি

আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ এক লোক বলল, ‘মানুষ তো ভালবাসে যে, তার পোশাক সুন্দর হোক ও তার জুতো সুন্দর হোক (তাহলে)? তিনি বললেন, ‘আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালবাসেন। (সুন্দর পোশাক ও সুন্দর জুতো ব্যবহার অহংকার নয়, বরং) অহংকার হলো, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।’ [সহিহ মুসলিম : ৯১, তিরমিজি : ১৯৯৮, আবু দাউদ : ৪০৯১, ইবনু মাজাহ : ৫৯, আহমাদ : ৩৭৭৯]

আমর ইবনে শুয়াইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন:

‘কিয়ামতের দিন অহংকারীদেরকে ছোট ছোট পিপীলিকার ন্যায় মানুষের আকৃতিতে হাশরের ময়দানে উপস্থিত করা হবে। অপমান ও লাঞ্ছনা তাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। তাদের জাহান্নামের একটি জেলখানায় একত্রিত করা হবে, যার নাম হবে বুলাস। আগুন তাদের চতুর্দিক থেকে ঢেকে ফেলবে। জাহান্নামীদের শরীরের ঘাম তাদের পান করতে বাধ্য করা হবে।’ [সুনানে তিরমিজি : ২৪৯২]

অহংকারীর ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,

‘সুতরাং, তোমরা দ্বারগুলো দিয়ে জাহান্নামে প্রবেশ করো, সেখানে স্থায়ী হবার জন্যে; দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট।’ [সুরা নাহল, ১৬ : ২৯]

অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি অহংকারী ব্যক্তিকে অনেক নেয়ামত থেকে বঞ্চিত রাখবেন। আল্লাহ তাআলা বলেন,

‘দুনিয়াতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে, তাদের আমি অবশ্যই আমার নিদর্শনাবলি থেকে বিমুখ রাখব।’ [সুরা আরাফ : ১৪৬]

এই বিভাগের আরও খবর