শনিবার ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধার করার জন্য রাজ্যটির জরুরি সেবাদানকারী সংস্থাগুলো শুক্রবার রাত থেকে ৮ শ’র বেশি কল পেয়েছে। অতিরিক্ত বৃষ্টির পানি প্রবাহের কারণে বাঁধগুলো উপচে পড়েছে।
আকস্মিক বন্যার কবল থেকে বাঁচতে সিডনির বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ গুরুত্বপূর্ণ রাস্তা।
এদিকে, নিউ সাউথ ওয়েলস রাজ্যে মার্চ মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পুরো সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি বিপদজনক আবহাওয়ার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।