দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে শাকিল হোসেন (২২) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক নারীকে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টায় বিরামপুর পৌর এলাকার রেলস্টেশন এলাকার ঢাকা বেডিংয়ের একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই আদেশ দেন।
গ্রেপ্তার শাকিল হোসেন বিরামপুর উপজেলা কেটরা ইউনিয়নের কেটরা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকার।
ইউএনও পরিমল কুমার সরকার জানান, রেলস্টেশন এলাকায় ঢাকা বোডিং নামের এক আবাসিক হোটেলে নিয়মিত অসামাজিক কর্মকাণ্ড চলে- এমন অভিযোগ বেশ কিছুদিন থেকেই ছিলো। অভিযোগের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে অসামাজিক কার্যকলাপের সত্যতা পাওয়া যায়। এই অভিযোগে শাকিল নামের এক যুবক ও এক নারীকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাকিলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নারীকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এলাকায় এই ধরনের অভিযান এখন থেকে নিয়মিত চলবে।