,

ফেনীতে লোডশেডিং; পল্লীবিদ্যুৎ অফিস ভাংচুর

জেলা প্রতিনিধি, ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভের সময় পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ছাগলনাইয়া পৌর এলাকায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে রোববার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ফেনীর ছাগলাইয়াতে অতিরিক্ত লোডশেডিং হওয়ায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করে লোকজন।

বিক্ষুব্ধ লোকজন শুরুতে পৌর শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে সেটি অভিযোগ কেন্দ্রের সামনে গেলে একদল দুর্বৃত্ত অভিযোগ কেন্দ্রের মূল গেট ভেঙে ফেলে এবং কেন্দ্রের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, ইলেকট্রিক লাইন, এসি ও বাইকসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ছাগলনাইয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন ও দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বদ্বীপ রায় জানান, খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক (জিএম) লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর