,

পেটে গজ রেখে সেলাই: উন্নত চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় ভুক্তভোগী শারমিন আক্তার শিলাকে উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

একইসঙ্গে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠনে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া ভিকটিমকে ক্ষতিপূরণ প্রশ্নে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে ছিলেন শুনানি করেন অ্যাডভোকেট জীবন নেছা মুক্তা।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

১৬ এপ্রিল রাতে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন ঝালকাঠীর নলছিটি উপজেলার বাসিন্দা জিয়াউল হাসানের স্ত্রী শারমিন আক্তার শিলা।

অস্ত্রোপচারের পর থেকে পেটে ব্যথা অনুভব করছিলেন তিনি। এ জন্য সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয় তাকে। সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিন পর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ফুলে যায় পেট।

২১ মে পেট ফুটো হয়ে পুঁজ বের হয়। তাৎক্ষণিক ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে ২২ মে পুনরায় অপারেশন করা হয়।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi