,

কোটালীপাড়ায় মাদকাসক্তি প্রতিরোধে গোলটেবিল বৈঠক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকাসক্তি প্রতিরোধে ও প্রযুক্তির অপব্যবহার শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পাখরপাড় বিডি-০৩৫ এর আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-মাদারীপুর এবিসিএস এর পালক প্রধান রেভা. বিমল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাজাহান মোল্লা, সমাজসেবা কর্মকর্তা সাধন বল, কাজী মন্টু ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক কমল তালুকদার, গোপালগঞ্জ-মাদারীপুর এবিসিএসের সভাপতি গিলবার্ট বিনিময় সরকার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পাখরপাড়ের ব্যবস্থাপক রনী বাড়ৈ, সাংবাদিক কালাম তালুকদার বক্তব্য রাখেন।

বৈঠকে মাদকাসক্তির ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং পুনর্বাসন প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ‘শুধু আইনপ্রয়োগকারী সংস্থার প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়। এর জন্য পরিবার, সমাজ এবং চিকিৎসা ব্যবস্থাকে একযোগে কাজ করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং অনলাইন হুমকি থেকে ব্যক্তিগত তথ্য ও সামাজিক নিরাপত্তা রক্ষার সকলকে সর্তক থাকতে হবে।’

এই বিভাগের আরও খবর