,

আজ দুপুর থেকে বরগুনা লকডাউন

বরগুনা প্রতিনিধি: করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বরগুনা জেলাকে লকডাউন করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ (১৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে পুরো জেলা লকডাউনের ঘোষণা দিয়েছেন বরগুনা জেলা প্রশাসন।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন জানান, জেলায় নতুন করে চার ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলায় দুজন, বামনা উপজেলায় একজন এবং বেতাগী উপজেলায় একজন রয়েছেন।

এছাড়াও বরগুনা সদর উপজেলায় যে দুজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন বরগুনা পৌরসভার বাসিন্দা বলে জানান তিনি।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ এপ্রিল) এক ব্যক্তি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে মারা গেছেন। এছাড়াও নতুন আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে আর দুজন বাড়িতে রয়েছেন।’

বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করে কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ শুরু করেছি। এছাড়া ওই ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করারও কাজ শুরু হয়েছে।

নতুন চারজনসহ বরগুনায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে নয়জনে দাঁড়িয়েছে। মারা গেছেন দুজন।

এই বিভাগের আরও খবর