,

বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি কোচ শ্রীরাম

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে বাংলাদেশের বাজে সময় কাটাতে এবারে নতুন কোচের হাতে দলকে তুলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে টি-টোয়েন্টি দলের হেড দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একজন পরিচালক শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শ্রীধরন শ্রীরামকে বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে বেছে নিয়েছি আমরা। টেস্ট দলকে নির্দেশনা দেয়ার কাজটা আপাতত চালিয়ে যাবেন ডমিঙ্গো।’

সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। এরপর অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন।

সাকিব-মুশফিকদের দায়িত্ব বুঝে নিতে আগামী এক-দুইদিনের মধ্যে ঢাকায় আসবেন শ্রীরাম।

নতুন টি-টোয়েন্টি কোচ হিসেবে নিয়োগ পাওয়া শ্রীরাম ২০০০ সালে অভিষেকের পর খেলেছেন ৮টি ওয়ানডে। আন্তর্জাতিক ক্যারিয়ারের তার সবশেষ ম্যাচটিও ছিল বাংলাদেশের বিপক্ষে।

পাশাপাশি তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে এক মৌসুমে হাজার রান করার রেকর্ড রয়েছে তার।

ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে নাম লেখান শ্রীরাম। গত মাসে অস্ট্রেলিয়ার সঙ্গে ৬ বছরের চুক্তি শেষ হয় তার। এরপর বাংলাদেশের সঙ্গে কোচিং ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করার সিদ্ধান্ত নেন তিনি।

এই বিভাগের আরও খবর