স্পোর্টস ডেস্ক: সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে টেস্টে ৮ হাজার রানের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এলিস্টার কুক। তিনি ২৯ বছর তিন দিনে এই কীর্তি গড়েন।
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ২৯ বছর ২৭ দিন বসয়ে আট হাজারি ক্লাবের সদস্য হন।
শ্রীলংকা সফরে চলমান গল টেস্টে শনিবার ৩০ বছর ১৭ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে বয়সের দিক থেকে তৃতীয় ছোট ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুট।
রুটের একার লড়াইয়ে গল টেস্টে শ্রীলংকাকে ১৩৫ রানে অলআউট করে ৪২১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ২৮৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে দুই উইকেটে ১৫৬ রান করেছে শ্রীলংকা। এখনও ১৩০ রানে পিছিয়ে স্বাগতিক লংকানরা।