বিডিনিউজ ১০ ডটকম, খেলা ডেস্ক: অস্ট্রেলিয়ান সাবেক তারকা পেসার ব্রেট লি বলেছেন, কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার মতো সবগুণ বিরাট কোহলির মধ্যে রয়েছে। আমার বিশ্বাস সে শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে ইতিহাস গড়বে। আমি সেটা দেখার অপেক্ষায় রয়েছি।
ওয়ানডেতে শচীন ৪৯টি সেঞ্চুরি করেছিলেন। ইতিমধ্যে ২৪৮টি ম্যাচ খেলে ৪৩টি সেঞ্চুরি করে ফেলেছেন ভারতীয় জাতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে অবশ্য মাস্টার ব্লাস্টারের থেকে অনেকটা পিছিয়ে কোহলি। শচীনের ৫১টি শতরানের পাশে কোহলির সেঞ্চুরির সংখ্যা ২৭টি।
ব্রেট লি বলেন, কোনো সন্দেহ নেই ব্যাটসম্যান হিসেবে কোহলির প্রতিভা অসাধারণ। কোহলির ফিটনেসও তুখোর কারণ এখন পুরোটাই ফিটনেস নির্ভর। শেষ বিষয়টা হল মানসিক কাঠিন্য এবং কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানোর সক্ষমতা।
অস্ট্রেলিয়ার হয়ে ৭৬টি টেস্ট ও ২২১টি ওয়ানডে ম্যাচ খেলা ব্রেট লি আরও বলেছেন, আমরা এখানে বিশাল পরিসংখ্যান নিয়ে আলোচনা করছি। আর ৭-৮ বছর সময় দেয়া হোক। কোহলি যেভাবে ব্যাটিং করছে তাতে শচীনকে ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।