,

ক্রিকেট খেলবেন কীভাবে, ফিটনেসই নেই নাসিরের

বাংলাদেশের ডানহাতি ব্যাটসম্যান নাসির (ছবি : সংগৃহীত)

ক্রীড়া ডেস্ক: কয়েক বছর আগেও জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ফিটনেস ছিল অলরাউন্ডার নাসির হোসেনের। আর এখন বিপ টেস্টে কোনোমতে পাস করছেন। তাও খেলার মতো ফিটনেসের ঘাটতি থাকায় কাল (শুক্রবার, ৩১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারবেন না তিনি।

সাম্প্রতিক সময়ে বিসিবির নিয়মে বেশ কড়াকড়ি দেখা যাচ্ছে। যেমন এবার বিসিএলের প্লেয়ার্স ড্রাফটের শর্তই ছিল বিপ টেস্টে পাস করতে হবে। ঘরোয়া ক্রিকেটের অনেক নিয়মিত পাফরমার এবার বাদ পড়েছেন শুধু বিপ টেস্টে উত্তীর্ণ হতে না পেরে। তবে গত লিগের পাফরম্যান্স বিচারে কেউ কেউ ছাড় পেয়েছেন ড্রাফটে। তাদের মধ্যে নাসিরও একজন।

আজ থেকে ৩-৪ বছর আগেও নাসিরকে ফিটনেসে সেরা ক্রিকেটারদের একজন মনে করা হতো। ফিল্ডিংয়ে তার ক্ষীপ্রতা ছিল যেমন চোখে পড়ার মতো। তেমনি রানিং বিটুইন দ্য উইকেটেও নাসির ছিলেন ভরসা। সেই নাসিরই ফিটনেসে চরম ব্যর্থ।

গত লিগের পারফরম্যান্সে ড্রাফটে ছাড় পেয়েছেন বলে, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে সুযোগ পেলেন। তবে ম্যাচ খেলার জন্য বিপ টেস্টে তার দরকার ছিল ১১, যেখানে নাসির পান ১০ নম্বর। যে কারণে ম্যাচ খেলার যোগ্যতা হারিয়েছেন নাসির। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, খেলতে হলে নাসিরকে বিপ টেস্টে ঐ ১১ নম্বর পেতেই হবে।

গত জাতীয় লিগ নাসির খেলেছিলেন বিশেষ বিবেচনায়। সেবারও তিনি বিপ টেস্টে পাস করতে পারেননি। বিসিএলে বিশেষ বিবেচনার সেই সুযোগ পাচ্ছেন না তিনি। যে কারণে দ্বিতীয় রাউন্ড খেলতে হলে আরেকবার বিপ টেস্ট দিয়ে পাস করতে হবে নাসিরকে।

এই বিভাগের আরও খবর