,

চোট কাটিয়ে মাঠে নামছেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক: চোট কাটিয়ে জাতীয় ক্রিকেট লিগ মাতাতে নামছেন কাটার মাস্টার খ্যাত ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। তিনি খুলনার হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলতে নামবেন।

এর আগে জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলতে চেয়েছিলেন মুস্তাফিজ। তবে পুরোপুরি ফিট না হওয়ায় ফিজিও জুলিয়ান তাকে খেলতে নিষেধ করেন। তবে দ্বিতীয় ম্যাচে তাকে খেলার ছাড়পত্র দেয়া হয়েছে। অবশ্য ফিটনেসের ছাড়পত্র পেতে গত কয়েক দিন মিরপুরে ড্রিল করেছেন তিনি। গতকালও তাকে অ্যাকাডেমি মাঠে দেখা গেছে।

জাতীয় লিগে খেলার ব্যাপারে মুস্তাফিজ বলেন, ‘জাতীয় লিগে আমার প্রথম লক্ষ্য থাকবে দিনে ১৫ ওভার বোলিং করা। নতুন বল নাকি পুরনো বলে বোলিং, এসব নিয়ে ভাবছি না। টিম ম্যানেজমেন্ট যখন যেভাবে চাইবে সেটাই করার চেষ্টা করব।’

১৭ অক্টোবর শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে খেলতে নামবে। মুস্তাফিজ ছাড়াও দ্বিতীয় রাউন্ডে খুলনার স্কোয়াডে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুবর মতো ক্রিকেটাররা। ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকায় এ ক্রিকেটাররা জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলতে পারেননি।

এই বিভাগের আরও খবর