ক্রীড়া ডেস্ক: দেশের হকির ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি-২০১৯ এ অংশ নিতে বুধবার (৪ সেপ্টেম্বর) সিঙ্গাপুর পৌঁছেছে আয়শা-অর্পিতারা।
গতকাল সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে ঢাকা ছেড়ে যায় দল। টুর্নামেন্ট চলাকালিন সিঙ্গাপুরের সেরাঙ্গুনের হোটেল মিত্রা ইনে অবস্থান করবে দল।
এই আসরে শুধু অংশগ্রহণই নয়, ইতিহাস গড়ে দেশের জন্য সাফল্য নিয়ে আসতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। সঙ্গে বাছাই পর্বের বাধা পেরিয়ে প্রমিলারা অংশ নিতে চায় ২০২০ ওমেন্স জুনিয়র এশিয়া কাপে।
দেশের নারী হকির ইতিহাসে প্রথমবারের মতো দল গঠনের তিনমাসের মাথায় আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট অংশগ্রহণ করছে অনূর্ধ্ব-২১ নারী হকি দল। দলের ১৮ সদস্যের সবার এটাই প্রথম বিদেশ সফর। এমনকি ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া ব্লেজার এই প্রথম গায়ে জড়ালেন সবাই।
১৮ সদস্যের বাংলাদেশ দল :
গোলরক্ষক : সুমি আক্তার ও রিয়া আক্তার স্বর্ণা।
রক্ষণভাগ : রিতু খানম, জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রানি আক্তার রিয়া মনি ও পারভিন আক্তার।
মিডফিল্ড : লিমা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার সাথী, সানজিদা আক্তার মনি, মোকসেদা মুন্নী ও নাদিরা (মিডফিল্ড+ফরোয়ার্ড)।
ফরোয়ার্ড : নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার খুশি, অর্পিতা পাল, তাসমিম আক্তার মিম।