ক্রীড়া ডেস্ক: দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না টটেনহ্যাম। আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হলো টটেনহ্যামকে।
ম্যাচের দশ মিনিটের মধ্যেই এগিয়ে যায় টটেনহ্যাম। এরিকসেনের গোলে লিড পায় স্পারসরা। ৪০তম মিনিটে আবারও এগিয়ে যায় টটেনহ্যাম। এবার পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক হ্যারি কেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আর্সেনালের হয়ে প্রথম গোল করে লাকাজেতে। ৭১তম মিনিটে অবামেয়াং গোল করলে খেলায় সমতা আসে। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-২ সমতায়ই শেষ হয় খেলা।
৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইংলিশ লীগের পয়েন্ট টেবলের পঞ্চম অবস্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে টটেনহ্যাম।