,

বুমরাহর ধাক্কার এত ঝাল!

ক্রীড়া ডেস্ক: উইন্ডিজের ব্যাটিং লাইন আপের আসলে এমন অবস্থা কেন? জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের ৪১৬ রানের জবাব দিতে নেমে কেবল ৮৭ রান তুলতেই ৭ উইকেট হারায় তারা। জসপ্রিত বুমরাহ ১৬ রানে নিয়েছেন ৬ উইকেট আগের টেস্টেও ভারতীয় পেসাররা উইন্ডিজ ব্যাটারদের নিয়ে ছেলেখেলা করেছেন! প্রথম টেস্টে ব্যাটম্যানদের ব্যর্থতায় ৩১৮ রানের বড় ব্যবধানে হেরেছে ক্যারিবিয়রা।

উইন্ডিজের মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতরান হাঁকালেন হনুমা বিহারি। কিংস্টনের সাবিনা পার্কে  ম্যাচের দ্বিতীয় দিনে ১১১ রানে আউট হন হনুমা। ডানহাতি এই ব্যাটসম্যানের শতরানে ভর করেই প্রথম ইনিংসে ৪১৬ রান তুলল ভারত।

নিজেদের প্রথম ইনিংসে ৮৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে উইন্ডিজ। ৩ উইকেট হাতে নিয়ে এখনো ৩২৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। সেই সঙ্গে টেস্টে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও করেন তিনি। উইন্ডিজের ব্যাটিং ইনিংসের নবম ওভারে ব্রাভো, ব্রুকস, চেজকে টানা তিন বলে আউট করে হ্যাটট্রিক করেন বুমরাহ।

এর আগে ভারতের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন হরভজন সিং ও ইউসুফ পাঠান। হরভজন হ্যাটট্রিক করেছিলেন ২০০১ সালে কলকাতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর পাঠান ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।

এই বিভাগের আরও খবর