বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্ক: কোয়ার্টারে দারুণ জয়ের পর শনিবার সেমিফাইনালে স্পেনের প্রতিদ্বন্দ্বীর কাছে ১৬-২১, ১৩-২১ ব্যবধানে হারলেন সাইনা।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের নজোমি অকুহারাকে স্ট্রেট গেমে হারিয়ে সাইনা শেষ চারে উঠেছিলেন শুক্রবার। কিন্তু শেষ চারেই মালয়েশিয়া মাস্টার্সে লড়াই থামল সাইনা নেহওয়ালের।
৪০ মিনিটের লড়াইয়ে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিনের কাছে সাইনা হারলেন স্ট্রেট সেটে। কোয়ার্টার ফাইনালে অকুহারার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই দিয়েছিলেন বিশ্বের সাত নম্বর। কিন্তু মারিনের বিরুদ্ধে এদিন নিজের সেরাটা উজাড় করে দিতে ব্যর্থ হলেন তিনি। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও মারিনের কাছে হারতে হয়েছিল সাইনাকে।