বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্ক: রাজধানীর বাইরে যে কয়টি ভেন্যুতে এবার হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা, সেগুলোর অন্যতম ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। সাফ স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ এবার হোম ভেন্যু হিসেবে নিয়েছে এই বিভাগীয় শহরের স্টেডিয়ামকে।
শনিবার একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে এ স্টেডিয়াম বরণ করল সাইফকে। হোম ভেন্যুর দর্শক-সমর্থকদের জয় উপহার দিয়েছে গত মৌসুমে প্রিমিয়ার লিগে নাম লেখানো ক্লাবটি। ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে সাইফ এসসি ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।
গত মৌসুমে বেশ শক্তিশালী দল ছিল সাইফ স্পোর্টিংয়ের। কিন্তু ফলাফলটা তাদের আশানুরূপ হয়নি। তাই এবার তারকার পেছনে না ছুটে মধ্যমসারির দল করেছে ক্লাবটি। মৌসুমের প্রথম দুই টুর্নামেন্ট শূন্য হাতে শেষ করা দলটি প্রিমিয়ার লিগে ভালোই যাত্রা করলো।
জয়টা ২-০ গোলের ব্যবধানেই হতে পারতো। ৯০ মিনিট পর্যন্ত তারা এ ব্যবধানেই এগিয়েছিল। কিন্তু ইনজুরি সময়ে রহমতগঞ্জ একটি গোল দিয়ে হারের ব্যবধান কমিয়েছে। কমেছে সাইফের জয়ের ব্যবধান। তারপরও জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করে সাইফ মানসিক শক্তি বাড়িয়ে নিয়েছে।
৩৭ মিনিটে জাবেদ খানের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। ওই এক গোলে এগিয়েই বিরতিতে যান জামাল ভূঁইয়ারা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রথম মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে দলটি। হাসান নয়ন করেন দলের দ্বিতীয় গোল। ইনজুরি সময়ে গোল করে ব্যবধান কমিয়েছেন রহমতগঞ্জের ফয়সাল আহমেদ।