,

টসে জিতে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স

বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্ক: টুর্নামেন্টের প্রথম তিন দিনই দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল দলগুলো। কিন্তু চতুর্থ দিন আর সে পথে হাটলো না সিলেট সিক্সার্স।

নিজেদের প্রথম জয়ের খোঁজে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস হেরেও অসন্তুষ্ট নন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। তিনিও চেয়েছিলেন আগে বোলিং করতে।

আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল চিটাগং। সে ম্যাচে আগে বোলিং করে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে মাত্র ৯৮ রানেই থামিয়ে দিয়েছিল চিটাগং। আজকের ম্যাচেও সে লক্ষ্য নিয়েই নামবে তারা।

অন্যদিকে তারকাখচিত ব্যাটিং লাইনআপ গড়েও নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে ১২৭ রানের বেশি করতে পারেনি সিলেট। পরে একদম শেষ ওভারে ম্যাচ হারতে হয়েছে ৪ উইকেটের ব্যবধানে।

এই বিভাগের আরও খবর