,

আগামীর জন্ম

আগামীর জন্ম

-মোবাশ্বির হাসান শিপন

আকাশের নীল পর্দা ফুড়ে শিশির নেমে আসে

আমাদের মৃত্তিকার ওপর;

বিস্তীর্ণ শষ্যখেত আর দূর্বাঘাসে।

ভোরের আলোয় মুক্তা দানায় রামধনু রঙে

শিশিরের হাসির ঝিলিক ম্লান করে দেয়

অরণ্যর করুণ আহাজারি।

কখনও রঙের মিছিলে দানবের তাণ্ডব আউলা বাতাসে মুক্তা ঝরে যায়।

আমাদের পদভারে পিষ্ট শিশির ঘাস শষ্যখেত

আজন্ম প্রতিবাদে অস্তিত্ব হারায়

অনাদর আর অবহেলায়।

একদিন মানুষেরা সবুজহীন পৃথিবীর

কংক্রিটের প্রান্তর থেকে

সভ্যতার সীমানায়

চিৎকার করে বলবে-

আগামীর জন্ম হোক

অরণ্যের মতো।
 

 

এই বিভাগের আরও খবর