,

আর্সেনালের হোঁচট চেলসির জয়

আর্সেনাল-চেলসির ম্যাচে বিশেষ উত্তেজনাকর মুহূর্ত। ছবি: এএফপি

বিডিনিউজ ১০ ডটকম ডেস্ক: জোড়া হারে মৌসুম শুরু করার পর সব মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল আর্সেনাল। গানারদের সেই স্বপ্নযাত্রায় অবশেষে ছেদ পড়ল।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ২-২ গোলে রুখে দিয়েছে ক্রিস্টাল প্যালেস।

প্রতিপক্ষের মাঠে বিরতির ঠিক আগে পিছিয়ে পড়া আর্সেনালকে দ্বিতীয়ার্ধে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন গ্রানিতজাকা ও পিয়েরে-এমেরিক অবামেয়াং। কিন্তু পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করেও জয়ের হাসি হাসতে পারেনি উনাই এমেরির দল। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে মিলিভোজেভিচের দ্বিতীয় গোল ক্রিস্টালকে এনে দেয় অমূল্য এক পয়েন্ট।

আর্সেনালের হোঁচট খাওয়ার দিনে বার্নলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেলসি। বার্নলির মাঠে ব্ল–জদের পক্ষে একটি করে গোল করেন মোরাতা, বার্কলি, উইলিয়ান ও লফটাস-চিক।

 

এই বিভাগের আরও খবর