,

৮ দিন ধরে স্কুলশিক্ষক ‘নিখোঁজ’, স্ত্রীকে ‘হুমকি’

জেলা প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় এক স্কুলশিক্ষক এক সপ্তাহের বেশি সময় ধরে ‘নিখোঁজ’ আছেন। পরিবারের অভিযোগ, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর হুমকি দেয়া হয়েছে।

৪৬ নম্বর গুলমাইজ সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ছৈয়ানের সন্ধান পেতে গত ১১ এপ্রিল জিডি করেন তার স্ত্রী বিথি আক্তার।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর।

জিডিতে বলা হয়েছে, গত ৪ এপ্রিল দুপুরে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শাহ আলম। ওই দিন সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

বিথির অভিযোগ, গেল ১২ এপ্রিল তার ইমো নম্বরে ফোন করে জিডি তুলে নিতে হুমকি দেয়া হয়। অন্য প্রান্ত থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানায়, দ্রুত সেটি প্রত্যাহার করা না হলে তার স্বামীর ক্ষতি হয়ে যাবে।

সন্তান ও বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে আতঙ্ক দিন কাটছে জানিয়ে বিথি বলেন, ‘এখন আমি কী করব, বুঝতে পারছি না। সরকারের কাছে অনুরোধ, দ্রুত সময়ের মধ্যে আমার স্বামীকে খুঁজে বের করে দিন।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সালেহা খাতুন বলেন, ‘এখানে কারও সঙ্গে তার কোনো বিরোধের খবর শুনিনি। তিনি কেন বা কীভাবে নিখোঁজ হলেন ঠিক বুঝতে পারছি না। আমরা বিদ্যালয়ের শিক্ষকরাও বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছি।’

ওসি অবনি শংকর কর বলেন, ‘গত সোমবার শিক্ষক শাহ আলম নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ সব মাধ্যমে তাকে উদ্ধারে চেষ্টা চলছে। জিডি করায় তার স্ত্রীকে হুমকি দেয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি। এটি খতিয়ে দেখা হবে।’

এই বিভাগের আরও খবর