,

২৫০ মেহগনি গাছের চারা কেটে সাবাড়

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে রোববার দুপুরে জমি সংক্রান্ত বিরোধে এক কৃষকের ২৫০টি মেহগনি গাছের চারা কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। কেটে দেওয়া গাছের চারা নিয়ে ওই কৃষক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপস্থিত হন। এ সময় গাছ মালিকসহ সঙ্গে আসা প্রতিবেশীদের চোখে পানি গড়িয়ে আসে।

উপজেলার বায়সা গ্রামের কৃষক শাহিন আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষরা রোববার দুপুরে তার ১ বিঘা জমিতে লাগানো ২৫০টি মেহগনি গাছের চারা ও প্রায় শতাধিক কলাগাছ কেটে দিয়েছে। কেটে দেওয়া মেহগনি গাছের চারা ২টি ভ্যানে করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে নিয়ে আসেন।

এ সময় কৃষক শাহিন আলমসহ তার সঙ্গে আসা প্রতিবেশী আব্দুর রাজ্জাক, ইজাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমানের চোখেও পানি গড়িয়ে আসে। শাহিন আলম গাছ কেটে দেওয়ার ঘটনায় মামলা করবেন বলে জানান।

এই বিভাগের আরও খবর